রান্নাঘরের অন্যতম অনুষঙ্গ মাইক্রোওয়েভ ওভেন

রান্নাঘরের অন্যতম অনুষঙ্গ মাইক্রোওয়েভ ওভেন

ব্যস্ত জীবনে রান্নার ঝামেলা কমিয়ে দিতে রান্নাঘরের অন্যতম অনুষঙ্গ মাইক্রোওয়েভ ওভেন। শহুরে জীবনে তো বটেই, এখন প্রায় সব বাসাতেই এর নিয়মিত ব্যবহার হয়ে থাকে। মাইক্রোওয়েভের উপযোগিতাও এখন আর শুধু খাবার গরম করায় সীমাবদ্ধ নেই। মাইক্রোওয়েভ ওভেনে এখন ডিফ্রস্ট, বেকিং, গ্রিল ও নানা রকম বিল্ট-ইন রেসিপি দিয়ে পছন্দের রান্না করা যায়।

সম্প্রতি বাজারে সিঙ্গার নিয়ে এসেছে নতুন ও আকর্ষণীয় মডেলের মাইক্রোওয়েভ ওভেন। এতে আছে কুইক ডিফ্রস্টিং ফিচার। সাধারণ উপায়ে মুরগির মাংস ডিফ্রস্টিং করতে সময় লাগে কমপক্ষে ১২০ মিনিট আর সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনের কুইক ডিফ্রস্টিং ফিচার ব্যবহার করে মাত্র ৫ মিনিটেই ডিফ্রস্টিং করা যায়।

ঝটপট খাবার গরম করতে সিঙ্গার ওভেনে আছে ইজি হিটিং ফিচার। তাই খাবার গরম করা অনেক সহজ। বিভিন্ন মডেলের সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার পাশাপাশি রান্না করা কিংবা বেকিংও করা যায়। মডেলভেদে এতে আছে ৫ থেকে ৩৩টি পর্যন্ত বিল্ট-ইন রেসিপি, যেখানে খাবার মসলা দিয়ে ম্যারিনেট করে দিলে রান্না হয়ে যাবে নিমেষেই।

এ মাইক্রোওয়েভ ওভেনগুলোর দামও মাত্র ৭ হাজার ৪৯০ টাকা থেকে শুরু। আপনার পছন্দ ও প্রয়োজনীয় ফিচার অনুযায়ী মাইক্রোওয়েভ ওভেনটি নিয়ে নিতে পারেন সিঙ্গারের যেকোনো আউটলেট বা ওয়েবসাইট থেকে।

Previous articleগবেষণা ও উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে বুয়েট-ওয়ালটন
Next articleএবার ২১ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল সাজগোজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here