প্রাণ-আরএফএলের শিল্পপার্কে দক্ষিণ সুদানের দুই মন্ত্রী

প্রাণ-আরএফএলের শিল্পপার্কে দক্ষিণ সুদানের দুই মন্ত্রী

দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল নরসিংদীতে প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেছে। প্রতিনিধিদলে ছিলেন দেশটির প্রতিরক্ষা উপমন্ত্রী জেনারেল চোল থন বালোক।

আজ বৃহস্পতিবার দক্ষিণ সুদানের এই প্রতিনিধিদল প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্কে বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল উপস্থিত ছিলেন।

কারখানার ঘুরে দেখার পর দেং দাউ দেং মালেক বলেন, দক্ষিণ সুদানে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ভালো চাহিদা রয়েছে। এ ক্ষেত্রে প্রাণ সে সুযোগ কাজে লাগাতে পারে। কারখানায় মানসম্পন্ন পণ্য উৎপাদনে প্রাণ-আরএফএল গ্রুপের আধুনিক প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়।

আহসান খান চৌধুরী বলেন, ‘আফ্রিকা মহাদেশের ৪৭টি দেশে প্রাণের পণ্য রপ্তানি হচ্ছে। সেখানে আমাদের পণ্যের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। আমরা ভবিষ্যতে দক্ষিণ সুদানে পণ্য রপ্তানিতে ভালো করব বলে আশা করছি।’

দক্ষিণ সুদানের দুই মন্ত্রীর কারখানা পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) মো. তরিকুল ইসলাম, ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Previous articleসোনার দাম বাড়ছে ভরিতে ১,৮৬৭ টাকা
Next articleজুনিয়র চেম্বার চট্টগ্রামের নতুন সভাপতি শাহেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here