পুনর্নিয়োগ পেলেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

পুনর্নিয়োগ পেলেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিনকে আগামী তিন বছরের জন্য ব্যাংকটির একই পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদে তাঁর পুনর্নিয়োগ অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংক তাতে সম্মতি দিয়েছে। ফলে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত এমডি ও সিইওর দায়িত্ব পালন করবেন তিনি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসরুর আরেফিন ২০১৯ সালের জানুয়ারিতে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর গত তিন বছরে তিনি ব্যাংকটিকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই সময়ে ব্যাংকটির বার্ষিক আয় ৩৫ শতাংশ বেড়ে ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। পাশাপাশি পরিচালন মুনাফা ৬১ শতাংশ বেড়ে ১ হাজার কোটি টাকা মুনাফার ক্লাবে প্রবেশ করে ব্যাংকটি।

এ ছাড়া গত তিন বছর ব্যাংকটির আয় ও ব্যয়ের অনুপাত ৫৯ শতাংশ থেকে কমে ৫০ দশমিক ৫ শতাংশে নেমে আসে। আর বৈদেশিক বাণিজ্য বার্ষিক ৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ৬ হাজার ৬০ কোটি ডলারে উন্নীত হয়। তাঁর নেতৃত্বে সিটি ব্যাংক ডিজিটাল ন্যানো লোন এবং প্রথাগত ক্ষুদ্র ও মাইক্রো ফিন্যান্সের সূচনা করেছে।

১৯৯৫ সালে এ এন জেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন মাসরুর আরেফিন। তিনি এ এন জেড ব্যাংক মেলবোর্ন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাতার, সিটি ব্যাংক এন এ, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ব্যাংকার পরিচয়ের পাশাপাশি ঔপন্যাসিক, কবি ও অনুবাদক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

Previous articleআপনার মাথাপিছু আয় যেভাবে বেড়েছে
Next articleগবেষণা ও উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে বুয়েট-ওয়ালটন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here