জুনিয়র চেম্বার চট্টগ্রামের নতুন সভাপতি শাহেদ

জুনিয়র চেম্বার চট্টগ্রামের নতুন সভাপতি শাহেদ

তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বকর শাহেদ। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানে চেইন হস্তান্তর মাধ্যমে তাঁর হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয়।

জেসিআইয়ের নতুন সভাপতি আবু বকর শাহেদ ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেড কার্পেটের প্রতিষ্ঠাতা। তিনি তীরন্দাজ ব্যান্ডের লিডার এবং প্রধান ভোকালিস্ট।

সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসমাইল, নির্বাহী সহসভাপতি মোহাম্মদ জালাল হোসেন, সহসভাপতি মীর মোহাম্মদ নাসির, আশরাফ উদ্দিন ও আয়াজ ইসলাম চৌধুরী, লোকাল ট্রেইনিং অফিসার এস এম ইশতিয়াকুর রহমান, জেনারেল লিগ্যাল কাউন্সিলর রাজু আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে জুনায়েদ আহমেদ নির্বাচিত হন। এ ছাড়া নির্বাচিত পরিচালকেরা হলেন মো. আবু তৈয়ব, মোহাম্মদ মইন উদ্দিন, মো. মহসিন, মো. আমজাদ হোসেন, ইশতিয়াক আলম চৌধুরী, শাহাব উদ্দীন চৌধুরী ও ওমর আলী।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ মোসলেম উদ্দিন আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এবং সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। মূল বক্তব্য উপস্থাপন করেন জুনিয়র চেম্বার বাংলাদেশের বিদায়ী সভাপতি নিয়াজ মোর্শেদ।

অনুষ্ঠানে ২০১৩ সাল থেকে জুনিয়র চেম্বারের সাবেক সভাপতিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন নিয়াজ মোর্শেদ, রাইসুল উদ্দিন সৈকত, শিহাব মালিক, জসিম আহমেদ, গিয়াস উদ্দিন, মাশফিক আহমেদ, অসীম কুমার দাশ, শহিদুল মোস্তফা চৌধুরী ও টিপু সুলতান সিকদার।

Previous articleপ্রাণ-আরএফএলের শিল্পপার্কে দক্ষিণ সুদানের দুই মন্ত্রী
Next articleপোশাকের ন্যায্যমূল্য না পেলে পণ্য বিক্রি না করার আহ্বান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here