এবার ২১ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল সাজগোজ

এবার ২১ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল সাজগোজ

প্রসাধন ও সৌন্দর্যচর্চাভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম সাজগোজ ডটকম ২১ কোটি টাকার বিদেশি বিনিয়োগ পেয়েছে। এর মধ্যে ভারতের সেকোয়া ক্যাপিটাল ১৭ কোটির বেশি (২ মিলিয়ন মার্কিন ডলার) টাকা বিনিয়োগ করেছে। আর বাকি অর্থ দিয়েছে বাংলাদেশি প্রযুক্তিভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি এসবিকে টেক ভেঞ্চার।

বিনিয়োগের এ টাকা ভোক্তা, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে সাজগোজ। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল শেখ প্রথম আলোকে বলেন, বিনিয়োগের এ অর্থ গ্রাহক সংগ্রহ, নতুন বিক্রয়কেন্দ্র খোলা ও ই-কমার্স প্ল্যাটফর্মে আরও আন্তর্জাতিক ব্র্যান্ডকে নিয়ে আসার কাজে ব্যয় করা হবে।

কনটেন্ট সাইট হিসেবে ২০১৩ সালে শুরু হওয়া এই প্ল্যাটফর্ম সৌন্দর্যবিষয়ক নিবন্ধ ও পরামর্শ টিপস নিয়ে লেখা দিয়ে থাকে। এ ছাড়া এ-সংক্রান্ত ভিডিওর একটি বড় তথ্যভান্ডারও হয়ে উঠেছে সাজগোজ। শুরুর সময়ে প্রতিষ্ঠানটি সিঙ্গাপুরভিত্তিক অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক, ব্র্যাক-ওসিরিস ইমপ্যাক্ট ভেঞ্চার ও আহান ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড থেকে বিনিয়োগ পেয়েছিল। এখন নতুন বিনিয়োগের অর্থ কনটেন্টসমৃদ্ধ করার কাজেও ব্যয় করা হবে বলে জানিয়েছেন নাজমুল শেখ।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সাজগোজ এখন ধারাবাহিক প্রবৃদ্ধির পথে রয়েছে। ২০১৮ সালে ই-কমার্স ব্যবসা চালু করে সাজগোজ। দেশের শীর্ষ পাঁচটি ই-কমার্স প্ল্যাটফর্মে থাকা এ প্রতিষ্ঠান বর্তমানে প্রতি মাসে ১ লাখ ৮০ হাজার ক্রয়াদেশ সরবরাহ করছে। পাশাপাশি সারা দেশে একই সরবরাহ মাশুলে ৪০০টি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য বিক্রি করছে সাজগোজ। গত বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

এদিকে দুই সপ্তাহ আগে ভারতের সেকোয়া ক্যাপিটাল থেকে ১৭ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। এ বিনিয়োগের বিপরীতে সেকোয়া ক্যাপিটাল টেন মিনিট স্কুলের মালিকানার সঙ্গে যুক্ত হয়।

Previous articleরান্নাঘরের অন্যতম অনুষঙ্গ মাইক্রোওয়েভ ওভেন
Next articleবাণিজ্য মেলায় সেরা ইলেকট্রনিকস স্টলের পুরস্কার পেয়েছে ওয়ালটন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here